আর্ন্জাতিক ডেস্ক : ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা মোহাম্মদ বাভার ঋণের দায়ে বেহাল অবস্থা হয়েছে। পাওনাদারের দেনা মেটাতে নিজের শেষ সম্বল বাড়িটিও বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেন। বাড়ি বিক্রির চুক্তিটিও প্রায় চূড়ান্ত করেছিলেন বাভা। ২৫ জুলাই স্থানীয় সময় বিকেল ৫টা ৩০ মিনিটে বাড়ির ক্রেতার সঙ্গে দেখা করার কথা ছিল বাভার। ওই দিন তার কাছ থেকে অগ্রীম টাকাও নেওয়ার কথা। খবর বিবিসির।

২৫ জুলাই বিকেলে হোয়াটস অ্যাপে বাভার এক বন্ধু ক্ষুদে বার্তা পাঠান। ওই বার্তায় জানানো হয়, লটারিতে এক কোটি রুপি জিতেছেন বাভা। ওই মুহুর্তের বর্ণনা দিতে গিয়ে বাভা বলেন, ‘আমি খুব স্বস্তি পেয়েছিলাম। আমরা এতোটাই বিস্মিত হয়েছিলাম যে, আবেগ বর্ণনা করার জন্য আমাদের কাছে কোন শব্দ ছিল না।’

কর কর্তনের পর বাভা ৬৩ লাখ রুপি পাবেন। তবে ঠিক কবে তিনি ওই অর্থ পাবেন তা স্পষ্ট নয়। কিন্তু তিনি আর চিন্তিত নন। কারণ ঋণদাতারা তার দরজায় কড়া নাড়া বন্ধ করেছে।

বাভা বলেন, ‘আমি লটারি পাওয়ার পর ঋণদাতারা শান্ত হয়েছে। যখন আপনার কাছে কিছুই নেই তখন লোকজন অর্থের জন্য চিৎকার করে। কিন্তু যখন তারা জানল যে, শেষ পর্যন্ত তাদের ফেরত দেওয়ার জন্য আমার কাছে অর্থ আছে, পরিস্থিতি শান্ত হয়ে গেল।’