সারাবিশ্ব | তারিখঃ জুলাই ২৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6401 বার
আর্ন্জাতিক ডেস্ক : ইসরায়েলি সেনাদের গুলিতে ২ ফিলিস্তিনি নিহত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে সশস্ত্র দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স।
ফিলিস্তিন ও ইসরায়েলের কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরের আগে দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুসে একটি ঘরের ভেতর ইসরায়েলি বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুইজন নিহত ও আরও ৬ জন আহত হয়েছে।
নিহত দুইজনকে নিজেদের সদস্য বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী ফাতাহ আল-আকসা শহীদ ব্রিগেড।
পুলিশ বলেছে, ইসরায়েলি নিরাপত্তা রক্ষীরা সম্ভবত একটি গ্রেপ্তারি অভিযান চালাতে গিয়ে পরোয়ানা আছে এমন এক সন্দেহভাজনের বাড়ির বাইরে বন্দুকধারীদের গুলির মুখে পড়ে। এরপর তারা পাল্টা গুলিবর্ষণ ও অন্যান্য ব্যবস্থা নেয়, যতক্ষণ পর্যন্ত না ঘরের ভেতর ও ছাদে থাকা সন্ত্রাসীরা নিস্ক্রিয় হয়, বলেছে তারা।
কাছাকাছি থাকা নাসের ইসতিতিয়া নামে ৬০ বছর বয়সী এক ব্যক্তি জানান, ইসরায়েলি বাহিনীর পাল্টা তীব্র গুলিবর্ষণের আগে তিনি ওই বাড়িটির ভেতর থেকে গুলি ছোড়ার শব্দ পেয়েছিলেন। ইসরায়েলি বাহিনী একজনের নাম ধরে ডাকছিল, তারা তাকে আত্মসমর্পণ করতে বলেছিল।