সারাবিশ্ব | তারিখঃ জুলাই ২১, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2978 বার
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন করোনা আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ জুলাই) তাঁর প্রশাসনের পক্ষ থেকে এই খবর ঘোষণা করা হয়। বলা হয় যে ৭৯ বছরের বাইডেনের শরীরে করোনার মাঝারি উপসর্গ দেখা গিয়েছে এবং তিনি হোয়াইট হাউসে আইসোলেট অবস্থায় থেকে নিজের কর্তব্য সম্পূর্ণভাবে পালন করে যাবেন।
খবর –সিএনএন।
হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘জো বাইডেনের দু’টি ভ্যাকসিন ও দু’টি বুস্টার ডোজ নেওয়া আছে এবং তাঁর মাঝারি উপসর্গ দেখা গিয়েছে।’
বিবৃতিতে এও বলা হয়েছে যে, বাইডেন ফাইজারের অ্যান্টি-কোভিড পিল প্যাক্সলাভিড নিতে শুরু করেছেন। ‘সিডিসি গাইডলাইন অনুযায়ী বাইডেন হোয়াইট হাউসে আইসোলেট রয়েছেন এবং সেখান থেকেই এই সময় তিনি তাঁর কর্তব্য ও ডিউটি করে যাবেন।
প্রসঙ্গত, করোনা মহামারির সময় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। গত এপ্রিল মাসে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তবে তাঁর কোনও উপসর্গ ছিল না। তিনি নিজেকে আইসোলেট করে নেন এবং বাড়ি থেকেই স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যান।
খবর –সিএনএন।