আন্তর্জাতিক ডেস্ক : দুই ব্যাগে সাজানো রয়েছে বিদেশি পিস্তল। এক দম্পতির ব্যাগ পরীক্ষা করতে গিয়ে চমকে ওঠেন বিমানবন্দরের শুল্ক দফতরের আধিকারিকরা। তাঁরা দেখেন দম্পতির ব্যাগের মধ্যে রয়েছে মোট ৪৫টি পিস্তল। এর পরই ওই দম্পতিকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ঘটনাটি ঘটেছে দিল্লি ইন্দিরা গাঁন্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে।

বিমানবন্দর সূত্রে খবর, ধৃত দম্পতির নাম জগজিৎ সিংহ এবং জসবিন্দর কউর। ভিয়েতনাম থেকে দিল্লিতে ফিরেছিলেন তাঁরা। বিমানবন্দরে নামতেই শুল্ক দফতরের আধিকারিকদের হাতে ধরা পড়েন। শুল্ক দফতরের আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এগুলি বিদেশি পিস্তল। ৪৫টি পিস্তলের আনুমানিক দাম সাড়ে ২২ লক্ষ টাকা।

পুলিশ জানান, জেরায় ওই দম্পতি জানিয়েছেন, তাঁরা ভিয়েতনাম থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছিলেন। ধৃত জগজিৎ সিংহের দাবি, এই পিস্তলগুলি দিয়েছেন তাঁর ভাই মনজিৎ সিংহ। কিন্তু মনজিৎ সিংহ কোথায় থাকেন, কেনই বা তাঁকে এই পিস্তলগুলি দিয়েছেন, তার উত্তর দেয়নি ধৃতরা।

তদন্তকারীদের দম্পতি আরও জানান, এই প্রথম নয়, এর আগেও ২৫টি পিস্তল তাঁরা তুরস্ক থেকে এনেছেন। বেশ কয়েকটি প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ। দম্পতি কি অস্ত্রের ব্যবসা করছেন? না কি কোনও পাচারকাজের সঙ্গে যুক্ত। কোথায় এই পিস্তলগুলি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, সব খতিয়ে দেখছে পুলিশ। একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি)-ও এই ঘটনার তদন্ত করছে।

পুলিশ জানান, জেরায় ওই দম্পতি জানান, তাঁরা ভিয়েতনাম থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছেন। ধৃত জগজিৎ সিংহের দাবি, এই পিস্তলগুলি দিয়েছেন তাঁর ভাই মনজিৎ সিংহ। কিন্তু মনজিৎ সিংহ কোথায় থাকেন, কেনই বা তাঁকে এই পিস্তলগুলি দিয়েছেন তার উত্তর পায়নি পুলিশ।