ডেস্ক রিপোর্ট : বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন।

আশঙ্কা ছিল, চলতি সপ্তাহে হাজারের গণ্ডি পার করবে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার তা হাজারের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। বুধবার এক লাফে তা বেড়ে পৌঁছে গেল একেবারে দেড় হাজারের কাছে। রাজ্যে প্রায় সাড়ে চার মাস পর দৈনিক আক্রান্ত হাজারের গণ্ডি পেরোল। শুধু দৈনিক আক্রান্তই নয়, দৈনিক সংক্রমণের হারেও বড় লাফ দেখা গেল বুধবার। তা ছাড়িয়ে গেল ১০ শতাংশ। শেষ বার রাজ্যে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের বেশি ছিল গত জানুয়ারি মাসে। দৈনিক সংক্রমণের সাম্প্রতিক স্ফীতি দেখে আশঙ্কিত চিকিৎসক মহল। তাদের তরফে অক্ষরে অক্ষরে কোভিডবিধি পালনের পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশিই, গত ২৪ ঘণ্টায় দু’জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪২৪ জন। এখনও পর্যন্ত কোভিডে মোট আক্রান্ত হয়েছেন ২০ লক্ষ ২৭ হাজার ৯০১ জন। রাজ্যে নতুন করে যত সংক্রমিত হয়েছেন, তার মধ্যে অধিকাংশই কলকাতার অধিবাসী। মহানগরে আক্রান্ত হয়েছেন ৫৮৯ জন। দৈনিক আক্রান্তের সংখ্যার নিরিখে পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনাও। ওই জেলায় আক্রান্ত ৩৮৮ জন। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলির কোভিড পরিস্থিতি প্রশাসনের নজরে রয়েছে। ওই তিন জেলায় দৈনিক আক্রান্ত যথাক্রমে ৮৭ জন, ৭৭ জন, ৬৪ জন। প্রসঙ্গত, রাজ্যে শেষ বার হাজারের উপর দৈনিক আক্রান্ত নথিভুক্ত হয়েছিল গত ৫ ফেব্রুয়ারি। ওই দিন আক্রান্ত হয়েছিলেন এক হাজার ৩৪৫ জন।

রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে মৃত্যু হয়েছে ২১ হাজার ২১৮ জনের। গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ১১ হাজার ১৭৬ জনের। দৈনিক সংক্রমণের হার বেড়ে হল ১২.৭৪ শতাংশ। রাজ্যে বর্তমানে কোভিডে আক্রান্তের সংখ্যাও বেড়ে পাঁচ হাজার ৮৮৫।

সুত্র— আনন্দবাজার পত্রিকা