আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ সেনা আগ্রাসনের পর থেকে ইউরোপের দেশগুলো একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়ার ওপর। রাশিয়াও বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে ন্যাটোভুক্ত দেশগুলোর ওপর। এবার তারই পরিপ্রেক্ষিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ৯৬৩ মার্কিনির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। এই তালিকায় দুজন মৃত ব্যক্তিও রয়েছেন বলে জানা গেছে।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা দেয়া ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে রাশিয়া। তালিকায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মার্কিন সিনেটর, সরকারের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, সামরিক ব্যক্তি, আইনজীবী, অভিনেতা এবং সিইও রয়েছেন। এ নিষেধাজ্ঞার ফলে অনির্দিষ্টকাল তারা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মস্কোর নিষেধাজ্ঞার মধ্যে দুইজন মৃত ব্যক্তির নামও এসেছে। যারা ২০১৮ সালে মারা গেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ১০ জনের বেশি এমপি-মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। তার ঠিক পাঁচদিন পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও মেটার প্রধান মার্ক জাকারবার্গের ওপরও নিষেধাজ্ঞা দেয় রাশিয়া। সূত্র: সিএনএন