খুলনা অফিস: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২৪ পালন উপলক্ষে খুলনার তেরখাদায় পাঁচ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে আয়েশা হুমাইরা, সোনিয়া রহমান, মনোয়ারা বেগম, সোনিয়া খাতুন, শামীমা সুলতানাকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।তেরখাদা উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা প্রিয়াংকর কুন্ডু, থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মো: মনিরুল হক মন্টু, চিত্রা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের প্রতিনিধি ডাঃ অনিক কু্ডু, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সৈয়দ তালহা আশরাফ, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ ইকবাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজর সহেলা সুলতানা, সরকারি ইখড়ি কাটেঙ্গা ফজলুল হক মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শারাফাত হোসেন দিপু, ইখড়ি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, সহকারী প্রোগ্রামার লিডাম পল বালা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি মোঃ রবিউল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এম এ কাদের, মোঃ শাহ আলম রিপনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।