আইন ও আদালত | তারিখঃ এপ্রিল ১২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 5754 বার
নিজস্ব প্রতিবেদক : একমাসেও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না হওয়ায় নিজেরাই দায়িত্ব বুঝে নিলেন সুপ্রিম কোর্ট বারের নীল প্যানেলের সাতজন বিজয়ী। তবে সম্পাদক পদে ভোটে বিজয়ী হলেও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দায়িত্ব নেননি।
গত ১৫ ও ১৬ মার্চ ২০২২-২০২৩ সেশনের নেতৃত্ব নির্বাচনের ভোটে সম্পাদকসহ আটটি পদে বিএনপিপন্থি নীল প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। কিন্তু সাধারণ সম্পাদক পদে পুনরায় ভোট গণনা চেয়ে সাদা প্যানেলের সম্পাদক প্রার্থীর আবেদনকে কেন্দ্র করে এখনো ফলাফল ঘোষণা হয়নি।
এমন অবস্থার মধ্যে বর্তমান কমিটির মেয়াদ শেষের দিন মঙ্গলবার নীল প্যানেলের সাতজন গত কমিটির নেতাদের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় তারা একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
দায়িত্ব বুঝে নেয়া নেতারা হলেন-কোষাধ্যক্ষ অ্যাডভোকেট কামাল হোসেন, সহ-সম্পাদক মাহফুজ বিন ইউসুফ ও মাহবুবুর রহমান, সদস্যদের মধ্যে মাহাদিন চৌধুরী, মঞ্জুরুল আলম সুজন, গোলাম আকবর জাকির ও কামরুল ইসলাম।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮ হাজার ৬২৩ জন। আর দুই দিনে ভোট দিয়েছেন ৫ হাজার ৯৮২ জন। নির্বাচন শেষে ভোট গণনার পর ১৬ মার্চ রাতে ফল ঘোষণার কথা। কিন্তু সম্পাদক পদে ভোটের হিসাব নিয়ে সৃষ্ট জটিলতায় সেই ফল এখনো ঘোষণা করা যায়নি।
ফলাফল ঘোষণা না হলেও ভোট গণনা শেষে দেখা যায় সভাপতিসহ ৬টি পদে আওয়ামী লীগ-সমর্থিত সাদা প্যানেল এগিয়ে আছে। আর সম্পাদকসহ ৮টি পদে বিএনপি-সমর্থিত নীল প্যানেল এগিয়ে ছিল।
তবে এদিন আওয়ামীপন্থি সাদা প্যানেলের কেউ দায়িত্ব বুঝে নেননি। বুধবারে তারা দায়িত্ব বুঝে নেয়ার সম্ভাবনা আছে।