জেলার খবর, নীলফামারী, রংপুর বিভাগ | তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3668 বার
মোঃবাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় হাল চাষের ট্রাক্টরে শখ করে চড়তে চাখায় চাপা পড়ে মৃত্যু হয় রাইয়ান নামে (৬) বছরের শিশু রায়াহানের মৃত্যু ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ডিমলা উপজেলার খালিশা চাপানি ইউনিয়নের ছোট খাতা গ্রোয়েন পাড়ার আলমগীর হোসেনের ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করার সময় একই এলাকার হাসেম আলী তার (৬)বছরের শিশু ছেলেকে শখের বসে ট্রাক্টরের উপর বসিয়ে দেয়। হাল চাষের এক পর্যায়ে ট্রাক্টরের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশে থাকা কাঁঠাল গাছে ট্রাক্টরটিকে ধাক্কা লাগায়। এতে রায়হান ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানায়, রায়হান ছোট ছেলে গাড়িতে উঠার প্রচুর শখ। সে প্রায় অনেক গাড়িতে উঠে বসে। বুধবার দুপুর গাড়িতে উঠার বাহানা করেলে, তার বাবা তাকে শখ করে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশেই কাঁঠাল গাছের ধাক্কা লেগে ছিটকে পড়ে ছেলেটি চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়।
এ ব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ ফজলে এলাহ বলেন, পরিবারের কোন দাবি-দাওয়া না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে দাফনের জন্য মৃতদেহটি হস্তান্তর করা হয়।