জাতীয় সংবাদ | তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 1382 বার
নিজস্ব প্রতিবেদক : এতদিন মুখে মুখে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির স্বীকৃতি দেওয়া হলেও এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। এবার এই বিদ্রোহী কবিকে আনুষ্ঠিানিকভাবে বাংলাদেশের ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কবি’ হিসেবে ভূষিত করে গেজেট প্রকাশের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রস্তাবের উদ্যোক্তা ছিল সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
কাজী নজরুল ইসলাম বাংলা ১৩০৬ সনের ১১ জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতা জাহেদা খাতুন।
বাংলাদেশের স্বাধীনতার পর পরই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে সপরিবারে সদ্য বাংলাদেশে নিয়ে আসা হয়। রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশে তার বসবাসের ব্যবস্থা ও রাজধানীর ধানমন্ডিতে কবির জন্য একটি বাড়ি প্রদান করে তৎকালীন সরকার। তারপর থেকেই সবার মুখে মুখে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে। তবে এর কোনো দালিলিক ভিত্তি ছিল না। এবার আনুষ্ঠিানিকভাবে সেই স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল অন্তর্বর্তী সরকার।