চাঁপাইনবাবগঞ্জ, জেলার খবর, রাজশাহী বিভাগ | তারিখঃ নভেম্বর ৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3495 বার
নুরতাজ আলম,চাঁপাইনবাবগঞ্জ ।। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে পল্টন ট্রাজেডী দিবস অর্থাৎ ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং শাহবাজপুর ধোবড়া বাজারে জামায়াতের অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শাহবাজপুর হাজারবিঘী ফুটবল মাঠে শাহবাজপুর ইউনিয়ন জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান অধ্যাপক মো: তোজাম্মেল হক এর সভাপতিত্বে এবং ৬ নাম্বার ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো: মিনহাজুল ইসলাম ও সহ-সভাপতি মো: আখতারুজ্জামান এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো: রফিকুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর আমীর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মাওলানা কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আব্দুল মুহাইমিন, সাবেক সভাপতি নুরুজ্জামান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী, শিবগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মো: আব্দুল মান্নান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবিরের সভাপতি বায়জিদ বোস্তামি । এসময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামীলীগের লগী-বৈঠার তান্ডবের তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের বিচারের দাবী জানান। শেষে ২৮ অক্টোবর সকল শহীদদের আত্নার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
অপরদিকে বাদ মাগরিব ধোবড়া বাজার ৩ নং ওয়ার্ডে জামায়াতের অফিস উদ্বোধন করা হয়। সেখানে ৩ নং ওয়ার্ড সভাপতি মতিউর রহমানের এর সঞ্চালনায় সকল আমন্ত্রিত অতিথি গণ উপস্থিত ছিলেন।