খুলনা, খুলনা বিভাগ, জেলার খবর | তারিখঃ নভেম্বর ৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 5780 বার
খুলনা অফিস : “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” এ প্রতিপাদ্যের বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় খুলনার তেরখাদা উপজেলায় শনিবার ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলেক্ষ্য উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ উদ্ভোধন করা হয়। এরপর সমবায়ীদের বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “সমবায়ে গড়ব দেশ,বৈষম্যহীন বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সমবায় কর্মকর্তা মো: মঞ্জুরুল কবিরের সভাপতিত্বে ও শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এস এম মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি)আঁখি শেখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা মো:মাসুদ রানা, জনতা সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি মিল্টন মুন্সি,আলোর সন্ধানে কৃষি পন্য উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি সেকেন্দার আলী, বন্ধন সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি আবুল বাশার,দোয়েল ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ডা. কিশোর রায়, আর,কে সমবায় সমিতির সভাপতি মলয় কুমার সরকার, পাতলা আইপিএম সমবায় সমিতির সভাপতি আনন্দ মোহন রায়,জয়সেনা মহিলা সমবায় সমিতির সভাপতি সাবিনা ইয়াসমিন,স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগ মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ।