১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বিটিআরসি ভবনে হামলার সময় ২৬ জন আটক

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • / ২১

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ভাঙচুর ও হামলার ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার দিকে এই হামলা চালানোর সময় তাদের আটক করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায়। ইটপটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। এ সময় ২৬ জন হামলাকারীকে আটক করা হয়। তাদের বেশির ভাগই মোবাইল ফোন ব্যবসায়ী। কয়েকজন আছেন কর্মচারী।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে আজ বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিচ্ছিন্নভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। বিকেল চারটার দিকে তারা হঠাৎ ওই ভবনে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে।

একজন কর্মকর্তা জানান, ‘ভবনের সামনের রাস্তায় কয়েক শ মানুষ অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ ভবনে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। অফিস ছুটি হওয়ার পরও আমরা কেউ বেরোতে পারছি না।’

হামলার সময় বিটিআরসির মসজিদে নামাজ পড়ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় মসজিদের কাচ ভেঙে পড়ে।

কমানো হলো মোবাইল ফোনের ট্যাক্স

এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানি ও দেশীয় মেবাইল ফোনে ট্যাক্স কমানো হয়েছে। আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করেন প্রেসসচিব।

Please Share This Post in Your Social Media

বিটিআরসি ভবনে হামলার সময় ২৬ জন আটক

আপডেট: ১১:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবন ভাঙচুর ও হামলার ঘটনায় ২৬ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকাল চারটার দিকে এই হামলা চালানোর সময় তাদের আটক করা হয়।

ঘটনাস্থলে উপস্থিত পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান গণমাধ্যমকে জানান, বিক্ষোভকারীরা হঠাৎ হামলা চালায়। ইটপটকেল ছুড়তে থাকে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনী। এ সময় ২৬ জন হামলাকারীকে আটক করা হয়। তাদের বেশির ভাগই মোবাইল ফোন ব্যবসায়ী। কয়েকজন আছেন কর্মচারী।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে আজ বিকেলের দিকে মোবাইল ফোন ব্যবসায়ীরা বিটিআরসি ভবনের সামনে অবস্থান নেন। এরপর বিচ্ছিন্নভাবে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। বিকেল চারটার দিকে তারা হঠাৎ ওই ভবনে হামলা চালায় এবং ভাঙচুর শুরু করে।

একজন কর্মকর্তা জানান, ‘ভবনের সামনের রাস্তায় কয়েক শ মানুষ অবস্থান নিয়েছিল। তারা হঠাৎ ভবনে ইটপাটকেল ছুড়তে শুরু করে। এতে ভবনের বিভিন্ন কাচ ভেঙে গেছে। অফিস ছুটি হওয়ার পরও আমরা কেউ বেরোতে পারছি না।’

হামলার সময় বিটিআরসির মসজিদে নামাজ পড়ছিলেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। হামলায় মসজিদের কাচ ভেঙে পড়ে।

কমানো হলো মোবাইল ফোনের ট্যাক্স

এদিকে বিকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, মোবাইল ফোন আমদানি ও দেশীয় মেবাইল ফোনে ট্যাক্স কমানো হয়েছে। আমদানিতে আগে কাস্টমস ডিউটি ছিল ২৫ শতাংশ। এখন তা ১০ শতাংশ করা হয়েছে। দেশে উৎপাদিত ফোনের ট্যাক্স ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

এই পদক্ষেপের ফলে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও ব্যাপকতা পাবে বলে আশা প্রকাশ করেন প্রেসসচিব।