যশোরে ডিবির হাতে দুই মাদক কারবারি আটক
- আপডেট: ০৩:১৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / ১৩

নিজস্ব প্রতিবেদক: যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অভিযানে অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্সসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
ডিবি সূত্র জানায়, গত মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের কারবালা রোড থেকে ধর্মতলার দিকে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছিল ডিবির একটি চৌকস টিম। এ সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে যাওয়ার সময় থামার সংকেত দিলে আরোহীরা পুলিশের নির্দেশ অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ তাদের আটক করে দেহ তল্লাশি চালায়।
তল্লাশিতে মোঃ লিওন হোসেন ওরফে ফরহাদ (২৩)-এর কাছ থেকে ২ বোতল অবৈধ মাদকদ্রব্য উইন কোরেক্স উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য চার হাজার টাকা। অপর আসামি মোঃ সোহেল রানা (২৮)-এর কাছ থেকে নগদ ৮৫ হাজার ৯৬০ টাকা জব্দ করা হয়। এছাড়া একটি লাল-কালো রঙের পুরাতন এফজেড এস ভি-১ মডেলের মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত লিওন হোসেন জানান, সোহেল রানার সহায়তায় তারা পরস্পর যোগসাজশে অবৈধ কোরেক্স বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় যাচ্ছিলেন।
এ ঘটনায় ডিবির এসআই মোঃ কামাল হোসেন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামিদের বুধবার (১৪ জানুয়ারি ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— খোলাডাঙ্গা ব্যাংকিং কলোনীর বাসিন্দা মোঃ লিওন হোসেন ওরফে ফরহাদ এবং ধর্মতলার তিন খাম্বার মোড় এলাকার ভাড়াটিয়া মোঃ সোহেল রানা। উভয়ের বাড়ি যশোরের কোতয়ালী থানায়।




















