০৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: সিইসি

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ৬৫

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সিইসি বলেন, “গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।”

মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, গত ১৫ বছরে অনেকে ভোটদান প্রক্রিয়া সামনে থেকে দেখার সুযোগ পাননি। তাই জনগণকে নির্বাচন প্রক্রিয়াটি কাছ থেকে দেখানো ও শেখানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, ভোটারদের অংশগ্রহণ কেমন—এসব বিষয়ও পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বেড়েছে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিক প্রার্থিতা ও প্রচারণার প্রস্তুতি জোরদার করছে।

Please Share This Post in Your Social Media

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে: সিইসি

আপডেট: ০৫:৪১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চলতি বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

সিইসি বলেন, “গণভোট নিয়ে এখনো তেমন প্রচারণা শুরু হয়নি। তবে সরকার ও নির্বাচন কমিশন যৌথভাবে এ বিষয়ে ব্যাপক প্রচারণা চালাবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে।”

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, “আইনশৃঙ্খলা আগে কখনোই খুব ভালো ছিল না। তবে এখন আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। পুলিশ, আনসার, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। অতীতে চুরি-ছিনতাইয়ের মতো ঘটনা ঘটেছে, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন। পরিস্থিতি আরও ভালো হবে।”

মক ভোটিং আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সিইসি বলেন, গত ১৫ বছরে অনেকে ভোটদান প্রক্রিয়া সামনে থেকে দেখার সুযোগ পাননি। তাই জনগণকে নির্বাচন প্রক্রিয়াটি কাছ থেকে দেখানো ও শেখানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া দুই ধরনের ব্যালট ব্যবহারে কত সময় লাগে, ভোটারদের অংশগ্রহণ কেমন—এসব বিষয়ও পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার ইঙ্গিত পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে নির্বাচনী উত্তাপ বেড়েছে। রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিক প্রার্থিতা ও প্রচারণার প্রস্তুতি জোরদার করছে।