০৯:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • / ৬৫

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও এটি বারবার স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।’

গণপরিষদ নির্বাচনসহ নানা দাবি নিয়ে এনসিপি ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তির প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও তারা বিভিন্ন ইস্যুতে মতবিরোধের পর ঐক্যে পৌঁছেছে—এটাই আমাদের অভিজ্ঞতা। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে ঐক্য হবে বলেই আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে কিছু বিষয়ে মতভিন্নতা ও মতভেদ রয়েছে, তবে আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা থাকবে না।’

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও স্পষ্ট করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, এবং এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নে—রাজনৈতিক মতভেদ থাকলে কি সময়মতো নির্বাচন সম্ভব হবে?—উত্তরে ড. আসিফ নজরুল বলেন, ‘আপনারা যেটা বলছেন সেটা তো ‘যদি’র ব্যাপার। সরকারের পক্ষ থেকে অবস্থান একদম পরিষ্কার—নির্বাচন সময়মতো হবে। রাষ্ট্রীয় কর্মকাণ্ডও সেই লক্ষ্য সামনে রেখেই পরিচালিত হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন, পেছানোর সুযোগ নেই: আসিফ নজরুল

আপডেট: ০৬:৪৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই। সরকার এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।’

সোমবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলেছি, নির্বাচন ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টাও এটি বারবার স্পষ্ট করেছেন। নির্বাচন কমিশনকেও সেই নির্দেশনা দেওয়া হয়েছে, এবং তারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছেন।’

গণপরিষদ নির্বাচনসহ নানা দাবি নিয়ে এনসিপি ও অন্যান্য কয়েকটি রাজনৈতিক দলের অবস্থান প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তির প্রতি আমাদের আস্থা রয়েছে। এর আগেও তারা বিভিন্ন ইস্যুতে মতবিরোধের পর ঐক্যে পৌঁছেছে—এটাই আমাদের অভিজ্ঞতা। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু প্রয়োজনীয় মুহূর্তে ঐক্য হবে বলেই আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে কিছু বিষয়ে মতভিন্নতা ও মতভেদ রয়েছে, তবে আমরা আশা করি সেগুলো দূর হয়ে যাবে। নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো প্রকার বাধা থাকবে না।’

নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা নেই বলেও স্পষ্ট করেছেন আসিফ নজরুল। তিনি বলেন, ‘এ বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই, এবং এই ইস্যুতে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি।’

সাংবাদিকদের এক প্রশ্নে—রাজনৈতিক মতভেদ থাকলে কি সময়মতো নির্বাচন সম্ভব হবে?—উত্তরে ড. আসিফ নজরুল বলেন, ‘আপনারা যেটা বলছেন সেটা তো ‘যদি’র ব্যাপার। সরকারের পক্ষ থেকে অবস্থান একদম পরিষ্কার—নির্বাচন সময়মতো হবে। রাষ্ট্রীয় কর্মকাণ্ডও সেই লক্ষ্য সামনে রেখেই পরিচালিত হচ্ছে।’