০৯:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

জিএম কাদের গ্রেপ্তার হচ্ছেন নাকি বাড়তি সতর্কতা, বাসার সামনে এত পুলিশ!

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ৭৬

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

তাহলে কি জিএম গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন— গুঞ্জন ছড়িয়ে পড়েছে আশপাশে।

তবে পুলিশ বলছে, শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এদিন রাতে জাতীয় পার্টির কাকরাইল অফিস ঘেরাও কর্মসূচি দেয় দলটি। সেখানে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে আইনশৃঙ্খবাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে। এতে নুর, রাশেদ, সম্রাটসহ অনেকে গুরুতর আহত হন।

এদিকে উত্তরায় জিএম কাদেরের বাসভবন ঘিরে আশপাশে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তারা জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরই মধ্যে, উপস্থিত সবাই জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করার প্রস্তুতি নিচ্ছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে এমন কোনো বিষয় নেই।’

উত্তরা বিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘সেখানে জুলাই আন্দোলনে আহত এবং গণঅধিকার পরিষদের অনেকে জড়ো হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে ওই বাড়িতে জিএম কাদের নেই। বাড়িটি ভাঙচুর বা কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে হয় একারণে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ।’

সুত্র : ঢাকা টাইমস।

Please Share This Post in Your Social Media

জিএম কাদের গ্রেপ্তার হচ্ছেন নাকি বাড়তি সতর্কতা, বাসার সামনে এত পুলিশ!

আপডেট: ০৯:৪৯:০১ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার দুপুর থেকে উত্তরা সাত নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়।

তাহলে কি জিএম গ্রেপ্তার হতে যাচ্ছেন এমন— গুঞ্জন ছড়িয়ে পড়েছে আশপাশে।

তবে পুলিশ বলছে, শুক্রবার রাতে গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরসহ দলটির নেতাদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এদিন রাতে জাতীয় পার্টির কাকরাইল অফিস ঘেরাও কর্মসূচি দেয় দলটি। সেখানে উভয়দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে আইনশৃঙ্খবাহিনী নির্বিচারে লাঠিচার্জ করে। এতে নুর, রাশেদ, সম্রাটসহ অনেকে গুরুতর আহত হন।

এদিকে উত্তরায় জিএম কাদেরের বাসভবন ঘিরে আশপাশে অবস্থান নিয়েছে গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী ও ছাত্র-জনতা। তারা জিএম কাদের ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এরই মধ্যে, উপস্থিত সবাই জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করার প্রস্তুতি নিচ্ছে।

উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ‘সেখানে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে জিএম কাদেরকে গ্রেপ্তার করা হবে এমন কোনো বিষয় নেই।’

উত্তরা বিভাগের একজন ঊধ্বর্তন কর্মকর্তা বলেন, ‘সেখানে জুলাই আন্দোলনে আহত এবং গণঅধিকার পরিষদের অনেকে জড়ো হয়েছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে। তবে ওই বাড়িতে জিএম কাদের নেই। বাড়িটি ভাঙচুর বা কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি যাতে হয় একারণে বাড়তি সতর্ক রয়েছে পুলিশ।’

সুত্র : ঢাকা টাইমস।