০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

নিউজ ডেস্ক
  • আপডেট: ১১:০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫
  • / ৯১

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ভাতাসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা। রোববার (২৭ জুলাই) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন শত শত শ্রমিক।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস) ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

শ্রমিকদের অভিযোগ, গত সাত মাস ধরে চুক্তিভিত্তিক বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কালক্ষেপণ করছে। এক শ্রমিক বলেন, “আজ নয়, কাল—এইভাবে ঘুরিয়ে আমাদের প্রাপ্য আটকে রাখা হয়েছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, দাবি আদায় না করে ফিরব না।”

আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু শ্রমিকরা কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, “খবর পেয়ে থানার পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।”

সর্বশেষ খবর অনুযায়ী, এলাকাটি এখনো উত্তপ্ত রয়েছে এবং যান চলাচল আংশিকভাবে ব্যাহত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, তীব্র যানজট

আপডেট: ১১:০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন ও ভাতাসহ ১০ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আরএকে সিরামিক কারখানার শ্রমিকেরা। রোববার (২৭ জুলাই) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজার এলাকায় অবস্থান নিয়ে এই বিক্ষোভ শুরু করেন শত শত শ্রমিক।

দীর্ঘ সময় সড়ক অবরোধ করায় মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস (টিয়ার গ্যাস) ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

শ্রমিকদের অভিযোগ, গত সাত মাস ধরে চুক্তিভিত্তিক বেতন-ভাতা বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কালক্ষেপণ করছে। এক শ্রমিক বলেন, “আজ নয়, কাল—এইভাবে ঘুরিয়ে আমাদের প্রাপ্য আটকে রাখা হয়েছে। বাধ্য হয়ে রাস্তায় নেমেছি, দাবি আদায় না করে ফিরব না।”

আরএকে সিরামিক কারখানার মানবসম্পদ কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, “শ্রমিকদের দাবিগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। কিন্তু শ্রমিকরা কথা না শুনে সড়ক অবরোধ করে রেখেছেন।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, “খবর পেয়ে থানার পুলিশ ও শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। শ্রমিকদের বুঝিয়ে সরানোর চেষ্টা করা হলে তারা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়ে। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।”

সর্বশেষ খবর অনুযায়ী, এলাকাটি এখনো উত্তপ্ত রয়েছে এবং যান চলাচল আংশিকভাবে ব্যাহত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।