০৬:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সারা রাত হেয়ার রোডে অবস্থান, সকাল থেকে মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : সারা রাত তারা উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান করেন। এখনো সেখানেই অবস্থান করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ করানোর পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) ভোরের আলো ফুটতেই হেয়ার রোডে বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। গতকাল রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের।

এরই মধ্যে, বন্ধ করে দেয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

অপরদিকে, যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। এর আগে, টানা ৭ দিন নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ইশরাক সমর্থকরা।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বেষ্টনীতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য।

আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
২৩

সারা রাত হেয়ার রোডে অবস্থান, সকাল থেকে মিছিল নিয়ে আসছেন বিএনপির নেতাকর্মীরা

আপডেট: ১১:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সারা রাত তারা উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান করেন। এখনো সেখানেই অবস্থান করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে ইশরাককে শপথ করানোর পাশাপাশি সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২২ মে) ভোরের আলো ফুটতেই হেয়ার রোডে বাড়ছে নেতাকর্মীর সংখ্যা। বিভিন্ন ওয়ার্ড এবং থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হচ্ছেন তারা। গতকাল রাতভর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সড়ক হেয়ার রোডে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার পর আজও তা অব্যাহত রাখার সিদ্ধান্ত ইশরাক হোসেনের সমর্থকদের।

এরই মধ্যে, বন্ধ করে দেয়া হয়েছে কাকরাইল থেকে মৎস্য ভবনের দিকে চলাচলের সড়ক। নেতাকর্মীরা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া ও মাহফুজ আলমের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন।

অপরদিকে, যমুনার মুখে বাড়ানো হয়েছে পুলিশ উপস্থিতি। অবস্থান নিয়েছে সেনাবাহিনীও। এর আগে, টানা ৭ দিন নগর ভবনের সামনে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেন ইশরাক সমর্থকরা।

প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিরাপত্তা বেষ্টনীতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য।

আদালতের রায় অনুযায়ী তাকে মেয়র ঘোষণার জন্য গত এক সপ্তাহ নাগাদ নগর ভবন ও হাইকোর্ট এলাকাসহ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করে আসছেন ইশরাক হোসেনের সমর্থকরা। বুধবারও দিনভর মৎস্য ভবনের মোড়ে অবস্থান নেন তারা। সন্ধ্যার পর কয়েক হাজার নেতাকর্মী যমুনার সামনে বিক্ষোভ মিছিলে শামিল হয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন ইশরাক। ইতোমধ্যে তিনি ঘোষণা দিয়েছেন— দাবি আদায় না হওয়া পর্যন্ত যমুনা ছাড়বেন না তার সমর্থকরা।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। গত ২৭ মার্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনে ফজলে নূর তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাককে মেয়র ঘোষণা করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনি ট্রাইব্যুনালের বিচারক মো. নুরুল ইসলাম।

ট্রাইব্যুনালের রায়ের অনুলিপি পেয়ে গত ২২ এপ্রিল গেজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। এরপর ২৭ এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন-ইসি।