১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

ঢাকায় ট্রেন দুর্ঘটনায় শিবগঞ্জের ইসতিয়াক আহমেদ রাফিদ নিহত

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন দুর্ঘটনায় রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং শিবগঞ্জ উপজেলার ইসতিয়াক আহমেদ রাফিদ (২১) মারা গেছেন। শুক্রবার (২ মে) বিকেলে রেললাইনের পাশে ছবি তোলার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসতিয়াক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অফিসে কর্মরত মো. রেজাউল করিমের ছেলে। তাদের বাড়ি শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছবি তোলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। ভবিষ্যতে একজন পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল তার।

ঘটনার খবর পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা ও সহপাঠীরা তাকে নিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

ইসতিয়াকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও রাজশাহী কলেজের শিক্ষকরা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আল্লাহ তাঁকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন—এমনই প্রার্থনা করেছেন সবাই।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
৩২৯

ঢাকায় ট্রেন দুর্ঘটনায় শিবগঞ্জের ইসতিয়াক আহমেদ রাফিদ নিহত

আপডেট: ১১:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেন দুর্ঘটনায় রাজশাহী কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং শিবগঞ্জ উপজেলার ইসতিয়াক আহমেদ রাফিদ (২১) মারা গেছেন। শুক্রবার (২ মে) বিকেলে রেললাইনের পাশে ছবি তোলার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইসতিয়াক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার যুব উন্নয়ন অফিসে কর্মরত মো. রেজাউল করিমের ছেলে। তাদের বাড়ি শ্যামপুর ইউনিয়নের আজগবি গ্রামে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছবি তোলার প্রতি তার ছিল প্রবল আগ্রহ। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজিত একটি জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে সে। ভবিষ্যতে একজন পেশাদার ফটোগ্রাফার হওয়ার স্বপ্ন ছিল তার।

ঘটনার খবর পেয়ে পরিবার ও আত্মীয়-স্বজনদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। বন্ধুরা ও সহপাঠীরা তাকে নিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন।

ইসতিয়াকের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা ও রাজশাহী কলেজের শিক্ষকরা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আল্লাহ তাঁকে মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন—এমনই প্রার্থনা করেছেন সবাই।