০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

ঝিকরগাছায় বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে মালিকানা জমি জবরদখল এবং গাছ কেটে নেওয়া এবং পেঁপে বাগান দখল করার অভিযোগ উঠেছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন করে জমি জোরপূর্বক রেজিষ্ট্রি করে দিতে চাপ দেওয়ায় আরেক ভাই ও ভাইপো ভয়ে বাড়িছাড়া হয়েছেন।

মৃত মোঃ মোড়ল এর দৌহিত্র কাইয়ুম হোসেন বলেন, তার দাদা মারা যাওয়ার আগে ৭ ছেলের নামে সকল সম্পত্তি লিখিতভাবে কবলা দলিল করে দিয়ে যান। তার দাদার ২ স্ত্রী ছিলেন। কাইয়ুম এর বাপ চাচারা ৪ ভাই এবং অন্য পক্ষের ৩ ভাই। সকলের নিজ নামে জমি রেজিষ্ট্রি থাকলেও পরিবারের শান্তি বজায় রাখার জন্য তারা সকল চাষযোগ্য জমি সমান ২ ভাগে ভাগ করে চাষাবাদ করে আসছিলো যদিও কাইয়ুমদের অংশে জমি বেশি আছে। এতদিন সব ঠিকই ছিলো। বিগত ৫ আগষ্ট দেশের সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য পক্ষের ২ ভাই আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম এই পক্ষের ভাইদের কাছে জমি পাবে বলে জোর করে মাঠের ১৫ কাঠা ধানী জমি, ১০ কাঠা পেপে বাগান দখলে নিয়েছেন এবং ১২ কাঠা বাগানের মেহগনি গাছ কেটে নিয়েছেন।

এছাড়া উক্ত জমি তাদের নামে রেজিস্ট্রী করে দেওয়ার জন্য অনবরত হুমকিধামকি ও মারধোর করার ভয় দেখানোয় বর্তমানে কাইয়ুম হোসেন ও তার আরেক চাচা ইসমাইল হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে আব্দুর রশিদ গং লোকজন নিয়ে আবারও জোরপূর্বক ৩৫ টি মেহগনি গাছ, ৫টি কাঠাল গাছ, ১০ টি লেবু গাছ ও ৬ টি জিবন গাছ কেটে নেয় এবং এর প্রতিবাদ করায় কাইয়ুম এর বৃদ্ধা মাকে মারধোর করে। পরে শিওরদাহ পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে কাইয়ুম হোসেন জানান।

এ বিষয়ে জানতে চাইলে আঃ রশিদ বলেন, এর আগে তারা আমাদের গাছ মেরে নিয়েছিলো, গরু লুট করেছিলো এবং জোরপূর্বক আমাদের কাছ থেকে জমি লিখে নিয়েছিলো। যে জমি জবরদখল এর অভিযোগ উঠেছে সেটা আমাদেরই জমি। এতদিন তারা করে খাচ্ছিলো এখন আমরা আমাদের জমি বুঝে নিয়েছি। এছাড়াও মারধোর এর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান এবং যে গাছ কাটা হয়েছে সেটা তার নিজের জমি বলে দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৭:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১৪৫

ঝিকরগাছায় বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ

আপডেট: ০৭:২৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের টাওরা গ্রামে বৈমাত্রেয় ভাইদের বিরুদ্ধে মালিকানা জমি জবরদখল এবং গাছ কেটে নেওয়া এবং পেঁপে বাগান দখল করার অভিযোগ উঠেছে। এছাড়া ভয়ভীতি প্রদর্শন করে জমি জোরপূর্বক রেজিষ্ট্রি করে দিতে চাপ দেওয়ায় আরেক ভাই ও ভাইপো ভয়ে বাড়িছাড়া হয়েছেন।

মৃত মোঃ মোড়ল এর দৌহিত্র কাইয়ুম হোসেন বলেন, তার দাদা মারা যাওয়ার আগে ৭ ছেলের নামে সকল সম্পত্তি লিখিতভাবে কবলা দলিল করে দিয়ে যান। তার দাদার ২ স্ত্রী ছিলেন। কাইয়ুম এর বাপ চাচারা ৪ ভাই এবং অন্য পক্ষের ৩ ভাই। সকলের নিজ নামে জমি রেজিষ্ট্রি থাকলেও পরিবারের শান্তি বজায় রাখার জন্য তারা সকল চাষযোগ্য জমি সমান ২ ভাগে ভাগ করে চাষাবাদ করে আসছিলো যদিও কাইয়ুমদের অংশে জমি বেশি আছে। এতদিন সব ঠিকই ছিলো। বিগত ৫ আগষ্ট দেশের সরকার পরিবর্তনের পর পরিবর্তিত পরিস্থিতির সুযোগ নিয়ে অন্য পক্ষের ২ ভাই আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম এই পক্ষের ভাইদের কাছে জমি পাবে বলে জোর করে মাঠের ১৫ কাঠা ধানী জমি, ১০ কাঠা পেপে বাগান দখলে নিয়েছেন এবং ১২ কাঠা বাগানের মেহগনি গাছ কেটে নিয়েছেন।

এছাড়া উক্ত জমি তাদের নামে রেজিস্ট্রী করে দেওয়ার জন্য অনবরত হুমকিধামকি ও মারধোর করার ভয় দেখানোয় বর্তমানে কাইয়ুম হোসেন ও তার আরেক চাচা ইসমাইল হোসেন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। আজ মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টার দিকে আব্দুর রশিদ গং লোকজন নিয়ে আবারও জোরপূর্বক ৩৫ টি মেহগনি গাছ, ৫টি কাঠাল গাছ, ১০ টি লেবু গাছ ও ৬ টি জিবন গাছ কেটে নেয় এবং এর প্রতিবাদ করায় কাইয়ুম এর বৃদ্ধা মাকে মারধোর করে। পরে শিওরদাহ পুলিশ ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা গিয়ে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে কাইয়ুম হোসেন জানান।

এ বিষয়ে জানতে চাইলে আঃ রশিদ বলেন, এর আগে তারা আমাদের গাছ মেরে নিয়েছিলো, গরু লুট করেছিলো এবং জোরপূর্বক আমাদের কাছ থেকে জমি লিখে নিয়েছিলো। যে জমি জবরদখল এর অভিযোগ উঠেছে সেটা আমাদেরই জমি। এতদিন তারা করে খাচ্ছিলো এখন আমরা আমাদের জমি বুঝে নিয়েছি। এছাড়াও মারধোর এর কোনো ঘটনা ঘটেনি বলে তিনি জানান এবং যে গাছ কাটা হয়েছে সেটা তার নিজের জমি বলে দাবি করেন।