০২:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

যশোর অফিস : যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আজ বুধবার (২১ মে) গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর নবনিযুক্ত অফিসারদের শপথ পাঠ করান এবং ব্যাচ বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আকাশে যুদ্ধবিমানের মনোজ্ঞ মহড়া উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এদিন ৮৬তম বিএএফএ (বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি) ও আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। তাদের হাতে ব্যাচ ও ট্রফি তুলে দেওয়া হয়। নবীন কর্মকর্তাদের স্বপ্নপূরণের এই মুহূর্তে একাডেমি চত্বর ছিল উৎসবমুখর।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনদানকারী সংগ্রামীদের। তিনি বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।”

অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন অফিসারদের জন্য শুরু হলো তাদের পেশাগত জীবনের নতুন অধ্যায় দেশ রক্ষার মহান দায়িত্ব পালনের অঙ্গীকার।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
২৮

যশোরে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত

আপডেট: ০৬:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫

যশোর অফিস : যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আজ বুধবার (২১ মে) গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

প্রধান অতিথি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণের পর নবনিযুক্ত অফিসারদের শপথ পাঠ করান এবং ব্যাচ বিতরণ করেন। এ সময় বাংলাদেশ আকাশে যুদ্ধবিমানের মনোজ্ঞ মহড়া উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

এদিন ৮৬তম বিএএফএ (বাংলাদেশ এয়ার ফোর্স একাডেমি) ও আলফা কোর্সের ৪৫ জন ক্যাডেট কমিশনপ্রাপ্ত হন। তাদের হাতে ব্যাচ ও ট্রফি তুলে দেওয়া হয়। নবীন কর্মকর্তাদের স্বপ্নপূরণের এই মুহূর্তে একাডেমি চত্বর ছিল উৎসবমুখর।

প্রধান অতিথি তার বক্তব্যে প্রথমেই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ ও বৈষম্যবিরোধী আন্দোলনে জীবনদানকারী সংগ্রামীদের। তিনি বলেন, “বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক, দক্ষ ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই।”

অনুষ্ঠানে ক্যাডেটদের অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই কুচকাওয়াজের মধ্য দিয়ে নবীন অফিসারদের জন্য শুরু হলো তাদের পেশাগত জীবনের নতুন অধ্যায় দেশ রক্ষার মহান দায়িত্ব পালনের অঙ্গীকার।