শিরোনাম:
নড়াইলে মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -১
জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ একজন গ্রেফতার।
নড়াইল জেলা পুলিশ সুপার’র নির্দেশনায় মাদক মুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ ডিবি পুলিশ পরিদর্শক (মোঃ শাহাদারা খান পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই নাহিদ নিয়াজ, সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে নড়াইল সদর থানাধীন ১নং মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা সাকিনস্থ জনৈক টিপু শিকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামি রুবেল ভুইয়া (২৮) পিতা: মো: সবুর ভুইয়া, সাং-বোড়ামারা, থানা-নড়াইল সদর, নড়াইল এর দখল হইতে ১৫ পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ঘটনাস্থল থেকে উদ্ধারপূর্বক জব্দ করা হয় ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।