০৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

যশোরে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক

নিউজ ডেস্ক

সাব্বির হোসেন যশোর যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ মুহূর্তে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর মিনি বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, মো. মেহেদী হাসানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।

অবস্থান চলাকালে হঠাৎ কার্যালয়ের ভেতর থেকে ৮-১০ জন অজ্ঞাত যুবক দেশীয় অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। তবে নেতাকর্মীরা তা প্রতিহত করতে সক্ষম হন এবং এক যুবককে চাকুসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, আটককৃত ব্যক্তি সমিতির একটি বাসের হেলপার। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা সভাপতির কাছে জমা দেন। এর মধ্য দিয়ে আন্দোলন কারীদের আল্টিমেটাম কার্যকর হয়। পদত্যাগের পর নেতাকর্মীরা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, যশোর মিনি বাস মালিক সমিতিতে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, বৈষম্যমূলক সিদ্ধান্ত ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আসছিলেন রিয়াদ। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

পদত্যাগের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী, বি এম আকাশ, সদস্য মো. মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর রহমান, ইমন রিদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এটি তাদের ন্যায্য আন্দোলনের বিজয়। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

আপডেট: ১১:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
৮৭

যশোরে ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক

আপডেট: ১১:১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫

সাব্বির হোসেন যশোর যশোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৪৮ ঘণ্টার আল্টিমেটামের শেষ মুহূর্তে পদত্যাগ করলেন মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী, সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম রিয়াদ।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১টার দিকে যশোর মিনি বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আন্দোলনের আহ্বায়ক রাশেদ খানের নির্দেশে এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মোহাম্মদ রিজভী, বি এম আকাশ, মো. মেহেদী হাসানসহ বেশ কয়েকজন নেতা-কর্মী।

অবস্থান চলাকালে হঠাৎ কার্যালয়ের ভেতর থেকে ৮-১০ জন অজ্ঞাত যুবক দেশীয় অস্ত্র হাতে আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। তবে নেতাকর্মীরা তা প্রতিহত করতে সক্ষম হন এবং এক যুবককে চাকুসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। জানা গেছে, আটককৃত ব্যক্তি সমিতির একটি বাসের হেলপার। বাকিরা পালিয়ে যায়।

এ ঘটনার পর উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিয়াদ পদত্যাগপত্রে স্বাক্ষর করে তা সভাপতির কাছে জমা দেন। এর মধ্য দিয়ে আন্দোলন কারীদের আল্টিমেটাম কার্যকর হয়। পদত্যাগের পর নেতাকর্মীরা কার্যালয় থেকে আনন্দ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

আন্দোলনকারীদের অভিযোগ, যশোর মিনি বাস মালিক সমিতিতে দীর্ঘদিন ধরে স্বেচ্ছাচারিতা, বৈষম্যমূলক সিদ্ধান্ত ও একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করে আসছিলেন রিয়াদ। এর প্রতিবাদেই তারা আন্দোলনে নামতে বাধ্য হন।

পদত্যাগের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহেদ মো. রিজভী, বি এম আকাশ, সদস্য মো. মেহেদী হাসান, জি.এম. মুন্না, রিয়াদ, ইমন বিশ্বাস, হাবিবুর রহমান, ইমন রিদয়সহ অন্যান্য নেতাকর্মীরা।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আন্দোলনকারীরা বলছেন, এটি তাদের ন্যায্য আন্দোলনের বিজয়। তবে বাস মালিক সমিতির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।