১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

ঝিকরগাছায় পিতাপুত্রের হামলায় পাওনাদার আহত, থানায় অভিযোগ

নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া শেখ পাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলা, মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন হাফিজা খাতুন (৪৪) নামের এক মহিলা। তিনি ঝিকরগাছার পরিচিত মুখ ধারাভাষ্যকার আবু রায়হান রাজের স্ত্রী।

এই ঘটনায় ভুক্তভোগী হাফিজা ২ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আবদুল মাজিদের ছেলে শেখ মিজানুর রহমান (৬৫) এবং তার পুত্র মোঃ রিজভী আহমেদ নয়ন।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদ্বয় হাফিজা খাতুনের ভাই ও ভাইপো। ২০২০ সালে তারা বাদীর নিকট থেকে ১ লক্ষ টাকা ধার নিয়ে আজ কাল করে ঘুরাতে থাকেন। গতকাল মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার সময় তিনি পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে যান। সেসময় তারা টাকা না দিয়ে উল্টো হাফিজাকে মেরে আহত করে, পরিহিত কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে ২ নম্বর বিবাদী আস্ত একটি ইট দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে নিলে পিঠের ওপর লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাম কাঁধে এক্সরে করার পরামর্শ প্রদান করেন।

আহতের স্বামী ধারাভাষ্যকার আবু রায়হান রাজ বলেন, ৫ বছর ধরে তারা টাকা নিয়ে ঘুরাচ্ছে। তারা খুবই খারাপ প্রকৃতির লোক। বিভিন্ন মানুষের কাছথেকে টাকা নিয়ে তারা এভাবে হয়রানি করে। আজ আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত শেখ মিজানুর রহমানের বক্তব্য জানার জন্য তার মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মারামারির ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৪:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
১৭৬

ঝিকরগাছায় পিতাপুত্রের হামলায় পাওনাদার আহত, থানায় অভিযোগ

আপডেট: ০৪:১৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫

স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছা পৌরসভার কাউরিয়া শেখ পাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারের হামলা, মারপিট ও শ্লীলতাহানির শিকার হয়েছেন হাফিজা খাতুন (৪৪) নামের এক মহিলা। তিনি ঝিকরগাছার পরিচিত মুখ ধারাভাষ্যকার আবু রায়হান রাজের স্ত্রী।

এই ঘটনায় ভুক্তভোগী হাফিজা ২ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন একই এলাকার মৃত আবদুল মাজিদের ছেলে শেখ মিজানুর রহমান (৬৫) এবং তার পুত্র মোঃ রিজভী আহমেদ নয়ন।

অভিযোগ সুত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিদ্বয় হাফিজা খাতুনের ভাই ও ভাইপো। ২০২০ সালে তারা বাদীর নিকট থেকে ১ লক্ষ টাকা ধার নিয়ে আজ কাল করে ঘুরাতে থাকেন। গতকাল মঙ্গলবার (১৩ মে) বেলা সাড়ে ১১টার সময় তিনি পাওনা টাকা চাইতে অভিযুক্তদের বাড়িতে যান। সেসময় তারা টাকা না দিয়ে উল্টো হাফিজাকে মেরে আহত করে, পরিহিত কাপড়চোপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ঘটায়। এক পর্যায়ে ২ নম্বর বিবাদী আস্ত একটি ইট দিয়ে মাথায় আঘাত করতে গেলে তিনি মাথা সরিয়ে নিলে পিঠের ওপর লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং বাম কাঁধে এক্সরে করার পরামর্শ প্রদান করেন।

আহতের স্বামী ধারাভাষ্যকার আবু রায়হান রাজ বলেন, ৫ বছর ধরে তারা টাকা নিয়ে ঘুরাচ্ছে। তারা খুবই খারাপ প্রকৃতির লোক। বিভিন্ন মানুষের কাছথেকে টাকা নিয়ে তারা এভাবে হয়রানি করে। আজ আমার স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে তারা হামলা চালিয়েছে। আমি এর বিচার চাই।

অভিযুক্ত শেখ মিজানুর রহমানের বক্তব্য জানার জন্য তার মোবাইলে কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ বাবলুর রহমান খান বলেন, মারামারির ঘটনায় একটা অভিযোগ পেয়েছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।