নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাসহ সার্বিক বিষয় অবহিত করতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক করবে আগামীকাল বুধবার।
৩১ অক্টোবর, মঙ্গলবার প্রধান বিচারপতির দফতর থেকে এ তথ্য জানা যায়।
সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্র জানায়, ১ নভেম্বর বেলা ৩টায় সুপ্রিমকোর্ট জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন থেকে এ বৈঠকের সময় চেয়ে আবেদনের প্রেক্ষিতে এ দিন ঠিক করে দেন প্রধান বিচারপতি।
জানা যায়, আগামী ১ থেকে ৫ নভেম্বরের মধ্যে সাক্ষাতের জন্য সময় চেয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সাক্ষাতের কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে সংসদ নির্বাচনের তফসিল।
ইসি কর্মকর্তারা বলছেন, প্রতি সংসদ নির্বাচনের আগে সার্বিক প্রস্তুতি নিয়ে এ ধরনের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। তারই ধারাবাহিকতায় এ বৈঠকের সময় চাওয়া হয়। পরে প্রধান বিচারপতি বৈঠকের জন্য সময় নির্ধারণ করে দেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.