যশোরে যুবককে কুপিয়ে হাত বিচ্ছিন্ন, প্রধান আসামি মাহিম গ্রেফতার
সাব্বির হোসেন, যশোরঃ যশোর শহরের কৃষ্ণবাটি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম এবং তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় প্রধান আসামি মাহিম ইসলাম (২৫)কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অভিযানকালে তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি লোহার হাসুয়াও উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ মে) রাত সাড়ে ৯টার দিকে কোতোয়ালী মডেল থানাধীন আরবপুর ইউনিয়নের কৃষ্ণবাটি গ্রামের একটি পাকা রাস্তায় পূর্বপরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটে। একই এলাকার মাহিম ও তার সহযোগীরা মোহাম্মদ আলী বক্সকে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। হামলার এক পর্যায়ে ভিকটিমের ডান হাত কবজি থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ভিকটিমের অবস্থা সংকটাপন্ন উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন।
চাঞ্চল্যকর এ ঘটনার পর যশোরের পুলিশ সুপার দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে নির্দেশনা দেন। নির্দেশনা অনুযায়ী জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) খান মাইদুল ইসলাম রাজিবের নেতৃত্বে একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রোববার (৪ মে) ভোররাত ৩টা ২০ মিনিটে কোতোয়ালী থানাধীন ধর্মতলার কদমতলা এলাকা থেকে মাহিম ইসলামকে আহত অবস্থায় গ্রেফতার করে।
পুলিশ জানায়, হামলার সময় মাহিম নিজেও দা-এর কোপে নিজের ডান পায়ে আঘাত পেয়ে আহত হন। গ্রেফতারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি অপরাধের দায় স্বীকার করেন। তার দেওয়া তথ্য মতে ঘটনাস্থলের পাশ থেকে হামলায় ব্যবহৃত লোহার হাসুয়াটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাহিম ইসলাম কৃষ্ণবাটি গ্রামের রশিদ গাজীর ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় পূর্বে আরও একটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।