বগুড়া প্রতিনিধি : বগুড়ার ধুনটে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর পুলিশের বুলেটপ্রুফ জ্যাকেট (ভেস্ট) পরে ছবি তুলে ফেসবুকে শেয়ার করায় থানার এসআই শহিদুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ধুনট থানা থেকে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার এ তথ্য দিয়েছেন। তবে জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজেদুর রহমান শাহিন দাবি করেন, সাগর তার সংগঠনের কেউ নন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩১ অক্টোবর দুপুরে বিএনপি-জামায়াতের অবরোধ কর্মসূচি চলাকালে ধুনট থানার এসআই শহিদুল ইসলাম সোনাহাটা বাজার এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তিনি ভেস্ট খুলে সোনাহাটা বিট পুলিশিং কার্যালয়ের টেবিলে রাখেন। এ সময় ধুনটের নিমগাছি ইউনিয়নের সোনাহাটা গ্রামের বাসিন্দা স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুল ইসলাম সাগর সেখানে আসেন। তিনি পুলিশের ওই ভেস্ট পরে ছবি তোলেন। পরে ছবিটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। ছবিটি ফেসবুকে ভাইরাল হলে পুলিশ ও সাধারণ জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

তবে প্রত্যক্ষদর্শীরা জানান, সাগর পুলিশের সঙ্গে সুসম্পর্কের কারণে কৌতূহলবশত ভেস্ট গায়ে দেন। এতে তার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না।

ধুনট থানার ওসি রবিউল ইসলাম জানান, বিষয়টি নজরে এলে রাতেই সোনাহাটা বাজার থেকে সাজেদুল ইসলামকে আটক করা হয়। তিনি ফেসবুক থেকে ছবিটি সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ করায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে এ ব্যাপারে তদন্ত করা হয়। তদন্তে এসআই শহিদুল ইসলামের কর্তব্যে অবহেলার অভিযোগ প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী তাকে ধুনট থানা থেকে প্রত্যাহার করে বগুড়া পুলিশ লাইনসে সংযুক্ত করেন।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবিএস সবুজ বলেন, ‘সাগর তার ফেসবুক পোস্টে নিজেকে স্বেচ্ছাসেবক লীগ নেতা পরিচয় দিলেও তার কোনও পদ-পদবি নেই। তবে দলীয় প্রতিটি কর্মকাণ্ডে অংশ নেন।’

অভিযুক্ত সাজেদুল ইসলাম জানান, কয়েক দিন আগে কৌতূহলবশত নিমগাছি ইউনিয়নে দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের জ্যাকেট গায়ে দিয়ে ছবি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন। পরে নিজের ভুল বুঝতে পেরে ডিলিট করেছেন। এখানে তার কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-যুগ্ম সাধারণ সম্পাদক পরিচয়ে দলীয় কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন।