আনোয়ার হোসেন স্টাফ রির্পোটার: লিবিয়ার রাজধানী বানগাজিতে ১১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতাটি ৩ জুন (রোববার) শুরু হয়ে ১৭ জুন (শনিবার) পর্যন্ত চলবে।

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বর্তমান বিশ্বের সর্বোচ্চ স্বীকৃতি প্রাপ্ত কোরআন প্রেমীদের সর্ববৃহৎ সংগঠন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত প্রতিযোগী (হিফজ বিভাগ) হাফেজ আবু তালহা ও (তাফসীর বিভাগে) হাফেজ মুস্তাফিজুর রহমান।

এতে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর পক্ষ থেকে মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানীর প্রতিনিধি হিসেবে বিশ্বের উল্লেখযোগ্য লিবিয়ায় আন্তর্জাতিক এ কোরআন প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ-এর কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান মৃধা।

বুধবার রাতে সংগঠনের মহাসচিব শায়খ সাদ সাইফুল্লাহ মাদানী তাদের হাতে ভিসা ও টিকিটসহ যাবতীয় কগজপত্র হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব ক্বারী সাঈদুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী মাসউদুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মাওলানা সালমান রহমান, অর্থ সম্পাদক মাওলানা আবদুর রহমান মৃধা, প্রচার সম্পাদক মাওলানা সুলাইমান ঢাকুবী ও ইকো ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আরীফুল ইসলাম মাহমূদী।