আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ফ্লোরিডায় লাগাতর তুষারপাত চলছে ৷ আমেরিকার আবহাওয়ার দফতরের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই রকমের তুমুল ঠান্ডা পড়লে ত্বক সহজেই খারাপ হয়ে যাবে ৷ তবে আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে এমন আবহাওয়া দীর্ঘ সময় ধরে চললে মৃত্যু হতে পারে ৷

তুষার ঝড়ের ফলে এত বরফ ছড়িয়ে পড়েছে নায়াগ্রা জলপ্রপাত অত্যন্ত শান্ত হয়ে গিয়েছে ৷ সেখানে এক বিন্দুও জল পাওয়া যায়না ৷ হাড় কাঁপানো ঠান্ডায় তুষার ঝড় বিশাল জলপ্রপাত জমে গিয়েছে ৷ আমেরিকায় রেকর্ড তুষারপাত ৷ শীতের পরিবেশকে আরও কয়েকগুণ বৃদ্ধি করেছে ৷ ঘরবাড়ি রাস্তাঘাটে বরফ জমে গিয়েছে ৷ এই বরফের ঝড় আমেরিকার ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর ও ভয়ানক হয়েছে ৷

বন্ধ ট্রেন, বাতিল বহু বহু বিমানের উড্ডয়ণ। মিনিপলিস, ডেলাবেয়ার, ইলিনাইস, ইন্ডিয়ানা, মেরিল্যান্ড, মিশিগান, নিউজার্সি, উত্তর কোরলিনা, ওয়াশিংটন ডিসি ইত্যাদি এলাকায় ৷ আমেরিকার অধিকাংশ স্থানে ভয়ঙ্কর বরফ ঝড়ে এই মুহূর্তে প্রায় ৫৯ জনের মৃত্যু হয়েছে ৷ নিউইয়র্কের বিভিন্ন জায়গায় বরফ জমে গিয়েছে ৷ বিভিন্ন রাস্তাঘাট বরফ জমে বন্ধ হয়ে গিয়েছে ৷

প্রায় ৬০ শতাংশ জনমানসে পরিপূর্ণ এলাকায় চলছে ধ্বংসলীলা ৷ চারিদিকে শুধুই বরফ আর বরফ ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ের প্রভাবে মহাতাণ্ডবের চিত্র ফুটে উঠেছে ৷