সারাবিশ্ব | তারিখঃ মে ৩, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 4967 বার
🌐 সাঈদ ইবনে হানিফ, ডেক্স রিপোর্ট ঃ NASA-বিজ্ঞানিরা জানিয়েছেন, যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময়ে সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে।
অনুসন্ধান কারী বিজ্ঞানীরা জানিয়েছেন, সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়তে শুরু করে। বলা হয়েছে আগামী ২৫মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি উষ্ণতা ছড়াতে পারে। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করবে ।
বিজ্ঞানীদের ভাষায় এই ৯ দিনকে (নওতাপ) বলা হয়ে থাকে। এবছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত। এই সময়ে সূর্যের প্রচন্ড তাপে মানুষসহ প্রানি জগতের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। এবিষয়ে সাবধানতা অবলম্বনের পরামর্শ ও দিয়েছেন বিজ্ঞানী সংস্থা।
(সূত্র : আন্তর্জাতিক সংবাদ মাধ্যম)