খুলনা বিভাগ, জেলার খবর, যশোর | তারিখঃ জুলাই ২, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 6718 বার
সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়ায় (মানবতার দেওয়াল) নামের একটি সামাজিক সংগঠন, সিলেটের বানভাসি অসহায় মানুষের সহযোগীতা করার উদ্দেশ্য (ত্রাণ তহবিল গঠনের জন্য সাংগঠনিক ভাবে তাদের কার্যক্রম শুরু করেছে। এই উপলক্ষে তারা (শুক্রবার-পহেলা জুলাই) বিকেলে সংগঠনের অন্যান্যে সদস্যদের সাথে নিয়ে উপজেলার ৮ নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান সরদার এর সাথে প্রাথমিক সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রেজওয়ান হোসাইন । সমাজের বিত্তবান ও সামর্থবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি বন্যা দুর্যোগের কারণে সিলেটের মানুষের দুঃখ দুর্দশায় তাদের পাশে দাড়ানোর এখনই সময় ।আমাদের সকলের উচিত তাদের জন্য কিছু করা । এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি- হাবিবুর রহমান, সিনিয়র সহসভাপতি-সাদ্দাম হোসেন, সহসভাপতি-মাওলানা শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক-রেজওয়ান হোসাইন, সাংগঠনিক সম্পাদক-তাহের হাসান, কোষাধক্ষ্য-ফয়সাল হোসেন ,ক্রিড়া সম্পাদক-হাসিবুল ইসলাম, ত্রাণ বিষায়ক সম্পাদক শেখ হাসানুল বান্না, দপ্তর সম্পাদক-বি কে বিল্লাল হোসেন, পরিবেশ বিষায়ক সম্পাদক-টিপু সুলতানসহ সংগঠনের অন্যাান্যে সদস্যগন উপস্থিত ছিলেন ।