সারাবিশ্ব | তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 14516 বার
সারাবিশ্ব ডেস্ক : বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সম্প্রতি, বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে কলকাতার বেশ কিছু চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল বাংলাদেশি রোগীদের চিকিৎসা না করার ঘোষণা দিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম আরও বলেন, “যদি একজন ব্যক্তি অসুস্থ হয়, সে আমার শত্রু হলেও আমি তাকে চিকিৎসা দেব। এটি চিকিৎসকের ধর্ম।” তিনি মানবিকতার উপর জোর দিয়ে বলেন, “যে কেউ আমার জীবন নষ্ট করতে আসুক, তবুও তার চিকিৎসা দিতে হবে।”
এদিকে, ভারতের জাতীয় পতাকার অবমাননার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়ার পর কলকাতার খ্যাতনামা স্ত্রী রোগ বিশেষজ্ঞ ইন্দ্রনীল সাহা বাংলাদেশি রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দেন। এছাড়া, উত্তর কলকাতার একটি বেসরকারি হাসপাতালও বাংলাদেশি রোগীদের ভর্তি ও চিকিৎসা পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে। এর পাশাপাশি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বেশ কিছু বিশিষ্ট ব্যক্তি ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে সোচ্চার হয়েছেন।