খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ নভেম্বর ২৬, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 849 বার
নডাইল প্রতিনিধি : জেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহিদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে মঙ্গলবার বেলা বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ^াসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লে. কর্নেল শেখ শেফায়েত আব্দুল্লাহ, সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ, নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাজেদুল ইসলাম, জামায়াতের জেলা আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মো: রেফায়েতুল হক তমাল, জেলা সেক্রেটারি মো: সাফায়েত উল্লাহ।