পুলিশে বড় রদবদল
- আপডেট: ১০:৩১:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ১৫

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিআইডিতে কর্মরত ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, সিআইডিতে কর্মরত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।
এছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদরদপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি ও সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।



























