শালিখায় ইসলামী আন্দোলন বাংলাদেশ’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত
- আপডেট: ০৭:১৫:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / ৫

শালিখা (মাগুরা)প্রতিনিধিঃলক্ষণ কুমার মন্ডল।
মাগুরা শালিখার শতখালী ইউনিয়নে ৭নং ওয়ার্ড কাতলী, “মুক্তির মূল মন্ত্র হলো ইসলামী শাসনব্যবস্থা ইসলামী আন্দোলন বাংলাদেশ” স্লোগানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।আজ মঙ্গলবার বিকাল চারটায় কাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃজননেতা আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাগুরা জেলা এবং মাগুরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন:মাওলানা ওসমান গনি সাইফী, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা; মাওলানা ইলিয়াস হোসেন, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শালিখা উপজেলা শাখা; মাওলানা আলী হোসেন, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শতখালী ইউনিয়ন; মোহাম্মদ মনিরুজ্জামান রাজু শিকদার, সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ, শতখালী ইউনিয়ন।এবং আরো উপস্থিত ছিলেন মোঃনুর হোসেন নুরু মিয়া,মাওলানা শরিফুল ইসলাম, ইমাম মোঃবিল্লাল হোসেন, মোঃমোসাক খাঁ,সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কর্মীওসমর্থকবৃন্ধ।
সভাপতিত্ব করেনঃ ডাঃ মোঃ ওবায়দুর রহমান ও আলহাজ্ব আব্দুর আউয়াল, সভাপতি, ১ ও ২ নং ওয়ার্ড, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শতখালী ইউনিয়ন।
সঞ্চালনা করেনঃ মাওলানা মোঃ বেলাল হোসেন। স্থান: কাতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ শতখালী ইউনিয়ন।






















