সাঈদ ইবনে হানিফ}= যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় ব্যাক্তিদের সাথে চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
এসময় তাদেরকে আতংকিত না হয়ে সকালের সাথে মিলে মিশে চলার পরামর্শ দেন। জামায়াতের নেতারা বলেন, সৃষ্ট পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী মানুষ আক্রোশ মূলক আচরণ করতে পারে। কেউ যদি আপনাদের সাথে এমন দূর ব্যাবহার করে সাথে সাথে আমাদের জানাবেন। আমরা আপনাদের সবধরনের সহযোগিতা করবো। আবার অনেকেই আছে যারা আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর ভীতি সৃষ্টির অপচেষ্টা করবে। আপনারা কোন প্রকার গুজবে কান দেবেন না। জামায়াত নেতারা বলেন, আপনারা সব ধরনের পূজা পার্বণ স্বাধীন ভাবে উদ্বযাপন করবেন। প্রয়োজনে জামায়াতের কর্মীরা আপনাদের মন্দির গুলো পাহারা দিবে।
গতকাল ৮ই আগস্ট, উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের বৈরাগী পাড়া ও নাথ পাড়া দূর্গা মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় জামায়াতের নেতৃবৃন্দ এসব কথা বলেন। এসময় সেখানে হিন্দু সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মন্দির কমিটির বিভিন্ন পর্নেযায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুল মুননাফ, মোবাইল : ০১৭১১ ৩৫৯৬৩১, ইমেইল: gsongbad440@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 gramer songbad. All rights reserved.