খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 5466 বার
উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলে মাদক ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট মো: ইমন মোল্যা (২০) ও মো: হৃদয় মোল্যা (২৩) নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে নড়াইল ডিবি পুলিশ।
গ্রেফতারকৃত মো: ইমন মোল্যা নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের খাইরুল মোল্যার ছেলে এবং মো: হৃদয় মোল্যা একই গ্রামের মো: আকতার মোল্যার ছেলে। মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) নড়াইল সদর থানাধীন হোসেনপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব মো: ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ১৬০ (একশত ষাট) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।