খুলনা বিভাগ, জেলার খবর, নড়াইল | তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 11354 বার
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল: নড়াইলে লোহাগড়া থানা পুলিশের তৎপরতায় উনিশ জন আসামি গ্রেফতার হয়েছে। গত ২৪ ঘন্টায় একই এলাকা থেকে গ্রেফতারি পরোয়ানামূলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন- মোঃ নাজির মোল্যা, আকরাম মোল্যা, সাইফুল মোল্যা, কামরুল মোল্যা, মোকাম মোল্যা, জসিম শেখ, মোঃ পলাশ মৃধা, মোঃ জহির মোল্যা, চান্দু শেখ, রাসেল শেখ, শামীম শেখ, জিল্লু রহমান, শাকিল মোল্যা, বাকি মোল্যা, সোহেল মোল্যা, পিকুল মোল্যা, শরিফুল মোল্যা, ফিরোজ মোল্যা, বুলু বিশ্বাস। তাদের সবাইকে লোহাগাড়া থানাধীন বাকা গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে, এসআই (নিঃ) সুমন হাওলাদার, এসআই (নিঃ) সূজিত সরকার, এএসআই(নিঃ) শাহাবুর রহমান ও এএসআই (নিঃ) উজ্জ্বল কুমার দাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।