মতামত | তারিখঃ জানুয়ারি ১২, ২০২৩ | নিউজ টি পড়া হয়েছেঃ 6615 বার
জান্নাতুল ফেরদৌস আলেয়া
এই প্রথম, মা-বিহীন মায়ের বাড়ি যাচ্ছি। এমনিতেই মন খারাপের ভার সামলাতে পাচ্ছি না। তো কিছুক্ষণ আগে ট্রেনের একজন কর্তা ব্যক্তি এসে আমার কেবিনে নক করলেন। খুলতেই তার বিস্ময়ভরা প্রশ্ন, ‘স্যার কোথায়? এখানে না একজন জেলাজজ স্যার যাবার কথা!’
এতক্ষণে আমি তার বিস্ময়ের কারণ বুঝতে পাচ্ছি। আমার টিকিট কেটে দিয়েছেন রেলওয়ের জিএম সাহেব। তিনি হয়তো বলে দিয়ে থাকবেন। আমি অত্যন্ত স্বাভাবিক গলায় তাকে বললাম, কেন একজন ” মহিলা ” কী জেলাজজ হতে পারেন না !
আপনাদের এই পুরুষতান্ত্রিক সমাজের মন ও মগজে এখনো কী সেই পরিবর্তন আসেনি যে, মহিলারাও মানুষ!
যে দেশে মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, স্পীকার একজন মহিলা, শিক্ষামন্ত্রী একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী একজন মহিলা সেদেশেও আর কতোদিন এই অযাচিত অপমান সহ্য করতে হবে জানি না। এখনো জজই হতে পারিনি। মানুষ তো বহুদূরের পথ!
লেখক: জান্নাতুল ফেরদৌস আলেয়া, ডিস্ট্রিক্ট ও সেশন জজ।
(জান্নাতুল ফেরদৌস আলেয়ার ফেসবুক থেকে)