খুলনা বিভাগ, জেলার খবর, মাগুরা | তারিখঃ মে ২৯, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3694 বার
শালিখা মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর থানা পুলিশ ২৯ মে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে ৬টি মোটরসাইকেলসহ কুখ্যাত ৮ মোটরসাইকেল চোর গ্রেফতার করেছে। এ ব্যাপারে মাগুরা সদর থানা পুলিশ বিকাল ৪টার সময় সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ।পুলিশ জানায়, মাগুরা সদরের পাজাখোলা এলাকা হতে ০২ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার পূর্বক আসামী গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য অনুসারে- মো. নাজমুল হাসান মুন্না (২৮), পিতা মন্নু মোল্যা, মো. মনিরুল ইসলাম মাজেদ মধু (২৩), পিতা লালন ফকির, উভয় সাং- কানুটিয়া। মো. শওকত হোসেন (২১), পিতা খবির মোল্যা, সাং- নিকরহাটা, থানা- মহম্মদপুর, জুয়েল রানা (২৪), পিতা- মৃত মোশারফ মোল্যা, সাং সাজিয়াড়া, মো তুহিন হোসেন (২২), পিতা- মো. ইউনুস আলী, সাং-দুর্গাপুর, মো. ইব্রাহিম হোসেন শাকিল (২২), পিতা মহর আলী, সাং-ডেঙ্গুলিয়া, মো. সাগর শিকদার (২২), পিতা- সেলিম শিকদার, বাটিকাডাঙ্গা, মো. এনামুল হোসেন তামিম (২০), পিতা- নায়েব আলী মোল্যা, সত্যপুরকে গ্রেপ্তার করা হয়। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটককৃতদের নামে মামলা রুজুর পর জেল হাজতে পাঠানো হয়েছে।