খেলাধুলা | তারিখঃ মে ২৩, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 2806 বার
নিজস্ব প্রতিবেদক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা স্টেডিয়ামে রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল (অনূর্ধ্ব ১৭) খেলায় ১৬টি ফুটবল দল অংশ গ্রহণ করে এবং ফাইনাল খেলায় শিবগঞ্জ পৌরসভা ফুটবল দল এবং দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দল অংশ গ্রহণ করে। দাইপুখুরিয়া ইউনিয়ন ফুটবল দল ট্রাইবেকারে বিজয় অর্জন করে।
খেলা উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১আসনের জাতীয় সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জুবায়ের আহমেদ, সাবেক উপজেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ সোনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, সমাজ সেবা অফিসার কাঞ্চন কুমার দাস, দাই পুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজাসহ অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
খেলায় দাই পুকুরিয়া ইউনিয়ন চ্যাম্পিয়ন এবং শিবগঞ্জ পৌরসভা রানা্র্স আপা হয়। শেষ পর্যন্ত ট্রাইবেকারে ৬/৭ গোলে দাই পুকুরিয়া জয়লাভ করে।