খুলনা বিভাগ, খেলাধুলা, জেলার খবর | তারিখঃ এপ্রিল ২৭, ২০২৪ | নিউজ টি পড়া হয়েছেঃ 3132 বার
বিল্লাল হোসেন,রাজগঞ্জ : চলো চলো মাঠে চলো মাদক ছেড়ে খেলতে চলো এই স্লোগানকে সামনে রেখে দর্শক সমাগমের মধ্য দিয়ে যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়ার পৃর্বপাড়া যুব সমাজের উদ্যোগে শনিবার সন্ধ্যায় ক্যারাম ফাইনাল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।
তীব্র প্রতিদ্বদ্বিতায় পূর্ণ ম্যাচে ১ঘন্টার খেলায় ইসমাইল গ্রুপকে পরাজিত করে, সবুজ গ্রুপ চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাইশিয়া প্রবাসী যুবদল নেতা মেহেদী হাসান, রাজগঞ্জ প্রেসক্লাবের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জসীম উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খোকন৷ এ ছাড়া আমন্ত্রিত অতিথিবৃন্দ, স্থানীয় গন্য-মান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফাইনাল খেলাটির প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একটি আকর্ষণীয় রাজহাঁস ও দ্বিতীয় পুরস্কার ছিল দুটি পাতি হাঁস।
এ সময় প্রধান অতিথিরা বলেন যুব সমাজকে খেলাধূলার প্রতি আগ্রহী করে তাদেরকে প্রাণঘাতী মাদকের ছোবল থেকে রক্ষা করতে হবে। যুবসমাজকে রক্ষা করতে পারে একমাত্র ক্রীড়া জগত। তাই আমাদের বেশি বেশি করে খেলাধূলার আয়োজন করা উচিত। একটি সুন্দর পরিবেশে শেষ হয়েছে আমরা অত্যান্ত আনন্দিত। আমরা আগামীতে আবারও এধরনের খেলার আয়োজন করবো।