সাঈদ ইবনে হানিফ : যশোরের বাঘারপাড়ায় মুকুল সরকার স্মৃতি আন্তঃ এগারোখান ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় ৩-০গোলে জয় পেয়ে বাকড়ী ফুটবল একাদশ চ্যাম্পিয়ান হয়েছে ।

রোববার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখান অঞ্চলের বাকড়ী গোচর মাঠে এ খেলায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুকুল সরকারের ছেলে-মেয়ে পরাগ ও প্রাপ্তি সরকার।

গত ৯ অক্টোবর এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। নক-আউট পদ্ধতিতে এগারোখান অঞ্চলের ৮টি গ্রামের ফুটবল একাদশ এ খেলায় অংশগ্রহন করে। এতে বাকড়ী ফুটবল একাদশ ঘোড়ানাছ ফুটবল একাদশকে এবং হাতিয়াড়া ফুটবল একাদশ মালিয়াট ফুটবল একাদশকে হারিয়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

সোমবার এ খেলায় বাকড়ী ফুটবল একাদশ হাতিয়াড়া ফুটবল একাদশকে ৩-০ গোলে হারিয়ে বিজয় অর্জন করে।
স্বর্গীয় মুকুল সরকার এ অঞ্চলের কৃতি ফুটবলার, ক্রীড়া সংগঠক ও থ্রী-স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা ছিলেন। তার স্মৃতিকে ধরে রাখতে থ্রী-স্টার ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে। ২০২৩ সালে ২৯ডিসেম্বার দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে পরলোক গমণ করেন এ ফুটবলার। ফাইনাল খেলায় অতিথিরা ছিলেন, সাবেক মৃত্তিকা গবেষক শচিন্দ্রনাথ বিশ্বাস, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা দুলাল বিশ্বাস, অধ্যাপক কার্ত্তিক অধিকারী, শিক্ষক অশ্বীনি কুমার দাস, উজ্জ্বল বিশ্বাস, বিএনপি নেতা প্রদীপ বিশ্বাস, ইউপি সদস্য রিপ্না বিশ্বাস, অনুপ সরকার প্রমুখ।