সাঈদ ইবনে হানিফ, বাঘারপাড়া (যশোর) থেকে : যশোরের বাঘারপাড়ায় (অনুর্ধ ১৭) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের (বালক পর্বের) উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ ই মে) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য রণজিৎ কুমার রায় (এম পি)।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম আবুজর গিফারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভিন সাথী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার, জহুরপুর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু, নারিকেলবাড়িয়া ইউপি চেয়ারম্যান বাবলু সাহা, ধলগ্রাম ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, প্রধান শিক্ষক জুলহাস উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শচিন্দ্রনাথ বিশ্বাস সহ স্থানীয় গণ্যমান্যে ব্যাক্তিবর্গ। উদ্বোধনের পর এদিন

বিকেল সাড়ে ৩ টায় বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে দিনের প্রথম খেলায় প্রতিদ্বন্দিতা করেন নারিকেলবাড়িয়া ইউনিয়ন বনাম জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

খেলার দ্বিতীয়ার্ধে ৩ মিনিটের মাথায় জহুরপুরের আক্তার হোসেন একটি গোল করেন। এতে ১-০ গোলে জয় পায় জহুরপুর ইউনিয়ন ফুটবল একাদশ।

একই মাঠে দ্বিতীয় ম্যাচের খেলায় রায়পুর ইউনিয়ন বনাম ধলগ্রাম ইউনিনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে গোল শূন্য ড্র হয়। এরপর টাইব্রেকারে রায়পুর ৩-২ গোলে ধলগ্রাম ইউনিয়ন একাদশকে পরাজিত করে।