image_print

ডেস্ক রিপোর্ট : ২৪ ঘণ্টায় সারা দেশে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এই ৫১ জ‌নের মধ্যে ৪৩ জনই ঢাকা বিভাগের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৯৩৯ জনে। আজ বৃহস্পতিবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সারা দেশে নতুন করে ৫১ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৪৩ জন, সিলেটের ৫, খুলনার ২ এবং রংপুরের ১ জন। ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী ও বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় কা‌রো শরী‌রে ক‌রোনা সংক্রমণ শনাক্ত হয়নি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।