রাজনীতি | তারিখঃ মে ৪, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 49467 বার
নিজস্ব প্রতিবেদক : প্রায় এক বছর পর ঈদের দিনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। ঈদের দিনে মঙ্গলবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সাত সদস্য খালেদা জিয়ার ঢাকার গুলশানে বাসভবন ফিরোজায় যান।
সেখান থেকে থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমরা দলের স্থায়ী কমিটির সদস্যরা একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানাতে দেশনেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম। এই সাক্ষাৎ তিনি যখন কারাগারে ছিলেন না, গৃহে অন্তরীণ ছিলেন না তখনও করতাম। ওই সময় প্রতিবছরই আমরা ঘরের বাইরে লনে বসে ঈদের দিনে সাক্ষাৎ করতাম, শুভেচ্ছা বিনিময় করতাম।’
খালেদা জিয়া সবসময় দেশবাসীর কথা চিন্তা করছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি সেটা কাগজপত্রে পড়ছেন, নানা জায়গায় পড়েছেন। তারপরও নেত্রী আমাদের কাছ থেকে শুনেছেন এবং তার যে উদ্বেগ সেই উদ্বেগ তিনি প্রকাশ করেছেন।’
খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দিতে সাংবাদিকদের অনুরোধ করেছেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন এবং দেশবাসীর জন্য দোয়া করছেন। এদেশের মানুষ যেন ভালো থাকে, সুস্থ থাকে। গণতন্ত্রকে ফিরে পায়, মানুষ তার অধিকার ফিরে পায়- এই প্রার্থনাও তিনি করেছেন।’
বিএনপি মহাসচিব জানান, তারা ফিরোজায় এক ঘণ্টা ছিলেন। শারীরিক দূরত্ব বজায় রেখে সেখানে দলীয় প্রধানের সঙ্গে তারা ঈদের শুভেচ্ছা বিনিময়। এসময় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম ও ছোট ভাই শামীম এস্কান্দার তার বাসায় যান। তাদের নিয়ে তিনি দুপুরের খাবার খান বলে জানিয়েছিলেন সেলিমা ইসলাম।
উল্লেখ্য, গত রোজার ঈদে বিএনপি চেয়ারপারসন করোনা আক্রান্ত থাকায় দলের নেতাদের সঙ্গে দেখা হয়নি। তবে গত কুরবানির ঈদে বিএনপি নেতারা দলের চেয়ারপারসনের দেখা পেয়েছিলেন।