সারাবিশ্ব | তারিখঃ এপ্রিল ২৬, ২০২২ | নিউজ টি পড়া হয়েছেঃ 3914 বার
গ্রামের সংবাদ ডেস্ক : ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যাওয়ার চেষ্টাকালে পাঁচ শতাধিক ব্যক্তিকে আটক করেছে লিবিয়ার পুলিশ।এদের মধ্যে ২৪০ জন বাংলাদেশি রয়েছে। এসব বাংলাদেশিরা এখন ত্রিপোলির তরিক মাতা ডিটেনশন সেন্টারে রয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) লিবিয়ার পূর্ব উপকূলীয় জেলা মিসরাতা থেকে তাদের আটক করা হয়।
লিবিয়াতে ইংরেজি দৈনিক লিবিয়া অবজারভার ও স্যাটেলাইট টিভি আল –আহরার পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
পরে লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামীম উজ জামান বিষয়টি নিশ্চিত করেন। তিনি, বাংলাদেশিসহ অবৈধ অভিবাসীদের লিবিয়ার জারিখ উপকূল থেকে নৌকায় করে ইউরোপের উদ্দেশে যাওয়ার সময় তাদের আটক করা হয়।
তিনি জানান, সেখান থেকে মোট ৫৪১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত দূতাবাস ২৪০ জনকে ইন্টারভিউ করেছে। অন্যদের সঙ্গে যোগাযোগের পর জানা যাবে, সেখানে মোট কতজন বাংলাদেশি আছেন।
পরিচয় নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় আটক বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান রাষ্ট্রদূত।