খুলনা অফিস: তেরখাদায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা-মেয়েকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছাগলাদহ ইউনিয়নের দক্ষিন কুশলা চর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, দক্ষিন কুশলা চর পাড়ার মোঃ নাসির উদ্দিন খানের সাথে একই বংশের খান মোহাম্মদ আলীর দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে খান মোহাম্মদ আলীর শ্যালক মোল্লাহাট এলাকার ওবায়দুল কাজীর নেতৃত্বে ২০/২৫ জনের একদল ভাড়াটিয়া লোকজন দেশীয় অস্ত্র নিয়ে মোঃ নাসির উদ্দিন খানের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। ঠেকাতে গেলে তাঁর স্ত্রী লায়লা বেগম (৪১) ও মেয়ে খাদিজা খাতুন (২২)কে বেধড়ক পিটিয়ে মারাত্মক জখম করা হয়। প্রতিবেশীরা এগিয়ে এলে তাঁরা পালিয়ে যান। “খুলনা গেজেট”কে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। আপস-মীমাংসা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।