স্টাফ রিপোর্টার : বুধবার (১ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করার লক্ষ্যে ঝিকরগাছা উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে কলেজ হোস্টেলে অনুষ্ঠিত প্রস্তুতিমুলক সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম বিপ্লবের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোনাজ্জেল হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মুস্তাক হোসেন মোবারক অমি, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রওনোকুল ইসলাম, সদস্য সচিব নাঈম হোসেন ডনি, কলেজ ছাত্রদলের আহবায়ক আল রেজা সাগর, সদস্য সচিব তানভীর হোসেন চয়ন, উপজেলা যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, মির্জা রায়হান, শিমুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আক্তারুল ইসলাম রয়েল, গদখালি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান, সহ সাংগঠনিক আকাশ হোসেন জীবন, পানিসারা ইউনিয়ন সিনিয়র সহসভাপতি রানা রাজ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, নির্বাসখোলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন কবির, বাঁকড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল হোসেন, শংকরপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক শিমুল হোসেন, হাজীরবাগ ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি খায়রুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রনি, ছাত্রনেতা আনিছুর রহমান, রাসেল হোসেন, আশিকুর রহমান, আল আসিফ হিমেল, রাকিব হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আলিম রেজা মিলন, জেলা ছাত্রদলের সহ-পরিকল্পনা সম্পাদক জসিম উদ্দিন রনি, জেলা ছাত্রদলের সদস্য খাইরুল ইসলাম মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাসিবুর রহমান রুহিত, অনিক ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মামুন, বিপুল হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য বিপ্লব হোসেনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।